কাতার বিশ্বকাপ ২০২২ (QATAR) FIFA WORLD CUP 2022

আমরা জানি যে এবার কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরুর দেশ কাতারে।২০২২ কাতার বিশ্বকাপ এর ২৯ টি দলের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাগতিক খেলা হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশ নিবে কাতার।এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ১ এপ্রিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল।এতে একই কনফেডারেশনের দুটি দল একই গুরুপে খেলতে পারবে না। শুধুমাত্র ইউরোপের একাধিক দল একই গ্রুপে খেলতে পারবে আবার সেখানে দুটির বেশি দল থাকবেনা।২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২২ তম বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপের গান হিসেবে নির্ধারণ করা হয় HAYYA HAYYA (BETTER TOGETHER) গানটি।এরই সাথে ১ এপ্রিল কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকট প্রকাশ করা হয়েছিল।মাসকট টির নাম দেওয়া হয় La”eeb ।আরবিতে এর অর্থ বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

কাতার বিশ্বকাপের নির্দিষ্ট বল ৩০ মার্চ ২০২২ তারিখে উম্মোচন করা হয়।ইবনে বতুতার ভ্রমন আর জিবনের গল্প নিয়ে লেখা বইয়ের নামঅনুসারে বলের নাম রাখা হয় -আল রিহলা।কাতারের সংস্কৃতি নিয়ে তৈরি করা হয় বিশ্বকাপের বলটি।ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল হবে এটি। যুক্তরাষ্ট্রের বাজারে ১৬৫ ডলারে পাওয়া যাবে বলটি।ফিফার যৌথ প্রযোজনায় আডিডাস ১৪ বারের মত বিশ্বকাপকে বল উপহার দিচ্ছে।

এই প্রথমবারের মত বিশ্বকাপের চুরান্ত খেলায় অংশ নিবে কাতার।পুনরায় ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে অংশ নিবে কানাডা।১৯৫৮ সালের পর ২বার ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হয় ইতালি।বিভিন্ন বিশ্বকাপে বাতিল হওয়া দেশগুলো হলো-

  • ইতালি-১৯৫৮, ২০১৮,২০২২
  • উরুগুয়ে-১৯৯৪,১৯৯৮,২০০৬
  • নেদারল্যান্ডস-১৯৮৬,২০০২,২০১৮
  • ফ্রান্স-১৯৯০,১৯৯৪
  • আর্জেন্টিনা-১৯৭০
  • স্কটল্যান্ড-১৯৭০
  • রাশিয়া-১৯৭৮,২০২২
  • নাইজেরিয়া-২০০৬,২০২২
  • পরতুগাল-১৯৯৮
  • চিলি-২০১৮

কাতার বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ হলো-

উদ্বোধনী ম্যাচ২১ নভেম্বরআল-বায়েত স্টেডিয়াম
কোয়ার্টার ফাইনাল৯ ডিসেম্বরএডুকেশন সিটি স্টেডিয়াম
১০ ডিসেম্বরআল-বায়েত স্টেডিয়াম
সেমিফাইনাল১৩ ডিসেম্বরলুসাইল আইকনিক স্টেডিয়াম
১৪ ডিসেম্বরআল-বায়েত স্টেডিয়াম
তৃতীয় স্থান নির্ধারণী১৭ ডিসেম্বরখলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম
ফাইনাল১৮ ডিসেম্বরলুসাইল আইকনিক স্টেডিয়াম

২০২২ কাতার বিশ্বকাপ পুরো বিশ্বের মধ্যে একটি অবিস্মরণীয় বিষয়। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পুরো বিশ্ব উক্ত ফিফা বিশ্বকাপ ২০২২ (কাতার বিশ্বকাপ) বর্ণীলভাবে উদযাপন করবে।

What date is the World Cup in Qatar 2022?

MONDAY, NOV21-2022

How do I book Qatar 2022 tickets?

YOU NEED TO APPLY FOR A HAYYA CARD

FIFA full name?

INTERNATIONAL FEDERATION OF ASSOSIATION FOOTBALL

Who is FIFA PRESIDENT?

GIANNI INFANTINO

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *