পদ্মা সেতুর উদ্বোধন

দক্ষিণ অঞ্চল এ ভাসছে আনন্দের ছোয়ায় , কারণ তাদের স্বপ্নের পদ্মা সেতু আজ তাদের চোখের সামনে বাস্তবে রূপ নিয়েছে।দক্ষিন অঞ্চলের লাখো মানুষ পদ্মা সেতুর বর্ণিল আয়োজনে অংশ নেবে।

আগামী ২৫ জুন সকলের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে ।উদ্বোধন উপলক্ষে থাকছে দক্ষিন অঞ্চল এর ৫ দিনব্যাপী আয়জন।বরিশাল জেলার এবং অন্যান্য সকল পার্শ্ববর্তী উপজেলার দলগত এ আয়োজনে অংশ নিবে।বরিশাল শহরের অনেক মানুষ ব্যাক্তিগতভাবে উক্ত আয়োজনে অংশ নেবে ইতিহাসের সাক্ষী হয়ে থাক্তে।উক্ত আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশকে সুন্দর ভাবে পরিচালিত করতে নেওয়া হয়েছে সকল পদক্ষেপ।উক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে কাঁঠালবাড়িতে ।কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা জানিয়েছেন দেশের প্রায় ১০ লক্ষ্য মানুষ।উক্ত সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়ছে।

গতকাল বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত বরিশাল ক্লাব মিলনায়তনে সংসদ সদস্য ,জেলা প্রশাসক ,উপজেলা চেয়ারম্যান ,মেয়রসহ আওয়ামীলীগ সদস্য উপস্থিতিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সঠিকভাবে সফল করতে বিভিন্ন দিক বিবেচনায় এনে আলোচনা করা হয়েছিল।বরিশাল বিভাগের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলেন যে,উক্ত পদ্মা সেতুর সবচেয়ে সুবিধা পাবেন এই দক্ষিন অঞ্চলের সাধারণ মানুষ।্দক্ষিন অঞ্চলএর সকল মানুষ উক্ত ২৫ জুন সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের সাক্ষী হতে চায়।বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি বলেন,পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের কোটি মানুষের স্বপ্ন বস্তবে রুপ নেবে।

উক্ত সমাবেশ শেষে ৫ দিনব্যাপী বর্ণালী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বর্ণালী অনুষ্ঠানমালায় জনসমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।সকল কর্মকাণ্ডের মধ্যদিয়ে দক্ষিন অঞ্চলের মানুষ অনেক আনন্দিত।

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ

আগামী ২৫ জুন সকলের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *