About us

Abrising.com-সম্পর্কে

সমগ্র বিশ্বের সংবাদ এবং প্রযুক্তি নির্ভর সকল তথ্য সর্বসাধারণের নিকট পৌঁছানোর লক্ষ্যে ৮ জুন ২০২২ তারিখে Abrising.com তার যাত্রা শুরু করে।
আমাদের প্রধান লক্ষ্য হলো সকল মানুষের কাছে নির্ভুলভাবে সারা বিশ্বের সংবাদ প্রেরণ এবং মোবাইল,কম্পিউটার,ওয়েব ও বিভিন্ন যন্ত্রপাতিসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সকল জ্ঞান সঠিকভাবে উপস্থাপন করা।আমাদের মাধ্যমে কেউ কিছু শিখতে বা জানতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে বলে আমরা মনে করি।
আমরা প্রত্যাশা করি যে ,উক্ত Abrising.com এর মাধ্যমে সকলে প্রযুক্তির দিকে একধাপ এগিয়ে যাবে ও এর পাশাপাশি প্রযুক্তির প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে।