পদ্মা বহুমুখী সেতু PADMA BRIDGE
পদ্মা আমাদের অতি পরিচিত একটি নাম ।পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এর প্রোজেক্ট নাম পদ্মা বহুমুখী সেতু।চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কোম্পানি লিঃ (চীন) উক্ত পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করে।এ-ই-কম নামক প্রতিষ্ঠান এই পদ্মা সেতুর নকশা স্থাপন করে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার (২০,২০০ফুট) অপরদিকে এর প্রস্থ ১৮.১০ মিটার(59.4 ফুট)। পদ্মা সেতুর লেন সংখ্যা ৪টি ব্যাবহার করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতুর পানি থেকে সেতুর উচ্চতা ৬০ ফিট। পদ্মা সেতুর স্পেন সংখ্যা ৪১ টি ।এই ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে মোট ৩বছর ২ মাস ১০ দিন।এর প্রতিটি স্প্যানের ওজন ৩২০০ টন। পদ্মা বহুমুখী সেতুর স্পেন এর দৈর্ঘ্য ১৫০ মিটার
।পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় ৭ ডিসেম্বর ২০১৪ ইং।পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২ টি।এর পাইল সংখ্যা ২৯৪ টি।পদ্মা সেতুর প্রথম স্পেন বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭, এই স্পেন বসানো হয় ৩৭ এবং ৩৮ নং পিলারে।অন্যদিকে এর সর্বশেষ স্পেন বসানো হয় ১২ ও ১৩ নং পিলারে ১০ ডিসেম্বর ২০২০ (বিশ্ব মানবাধিকার দিবস) তারিখে দুপুর ১২ টা ২০ মিনিটে।পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর নির্ধারণ করা হয়েছে।পদ্মা বহুমুখী সেতুর একটি প্রান্ত অবস্থিত মুন্সিগঞ্জ এর মাওয়াতে। অন্যদিকে অপর প্রান্ত অবস্থিত শরিয়তপুরের জাজিরায়।পদ্মা সেতু রক্ষনাবেক্ষন করছে বাংলাদেশ সেতু কতৃপক্ষপদ্মা সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০(উত্তর) এবং ৯০.২৬২৩(দক্ষিন)।এটি এটি তৈরিতে কংক্রিট ও স্টিল ব্যাবহার করা হয়েছে।পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮কিলোমিটার এবং ভায়াডাক্ট পিলার ৮১ টি।এর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট সংখ্যায় মোট ২৮৬ টি।এর প্রতি পিলারের জন্য পাইলিং সংখ্যা ০৬ টি। পদ্মা সেতুর মাধ্যমে দেশের সাধারণ জনগনের অধিক সার্বিক উন্নতি সাধিত হবে।
PADMA BRIDGE FAQ
পদ্মা সেতুর পিলার সংখ্যা মোট কতটি?
পদ্মা সেতুর পিলার সংখ্যা মোট ৪২ টি।
পদ্মা সেতুতে কি কি পদার্থ ব্যাবহার করা হয়েছে?
পদ্মা সেতুতে কংক্রিট ও স্টিল ব্যাবহার করা হয়েছে।
পদ্মা সেতুর লেন সংখ্যা কতটি ব্যাবহার করা হয়েছে
পদ্মা সেতুর লেন সংখ্যা ৪টি ব্যাবহার করা হয়েছে
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ?
পদ্মা সেতু বিশ্বের মধ্যে ১২২ তম সেতু।