নিজের মোবাইলের ওয়ারেন্টিসহ খুঁটিনাটি তথ্য বের করুন নিমিষেই
নিজের ফোন সম্পর্কে জেনে নিন
আসসালামু-আলাইকুম ,আশা করি সকলে আল্লাহ্র রহমতে ভালো আছেন।
বর্তমান যুগে প্রায় সকলের হাতে হাতে মোবাইল ফোন দেখা যায়।বর্তমানে এন্ড্রয়েড মোবাইলসমুহ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ।তো আজকে আমি আপনাদের সাথে যে ট্রিক্সটি নিয়ে হাজির হয়েছি এর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের সকল তথ্য ,ওয়ারেন্টি ,মোবাইলের বয়স ইত্যাদি বের করতে পারবেন।তো চলুন শুরু করা যাক।
এর জন্য আপনাকে আপনার মোবাইলের IMEI এড্রেস সম্পর্কে জানতে হবে।আইপি এড্রেস ১৫ সংখ্যার হয়ে থাকে।কোনো ফোনের IMEI এড্রেস উক্ত ফোনের পিছনের দিকের গায়ে ,ফোনের বক্সের গায়ে অথবা ফোনের সেটিংস থেকে পেয়ে যাবেন। এসকল থেকে IMEI পেতে ব্যার্থ হলে আপনি –
*#06#
উক্ত USSD কোডটি ব্যাবহার করে আপনার মোবাইলের IMEI সম্পর্কে জেনে নিতে পারেন।
এবার আসি আপনি কিভাবে আপনার ফোনের ওয়ারেন্টি চেক করবেন।ইতিমধ্যে আমরা ওয়ারেন্টি চেক করার জন্য প্রয়োজনীয় IMEI বের করার পদ্ধতি সম্পর্কে জেনেছি।তো একটি ফোনের ওয়ারেন্টি চেক করার জন্য আপনাকে নিম্নোক্ত পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরন করতে হবে।ফোনের ওয়ারেন্টি চেক করার দুটি পদ্ধতি রয়েছে-
১।এস এম এস এর মাধ্যমে চেক করা
এস এম এস এর মাধ্যমে ওয়ারেন্টি চেক করতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে KYM তারপর লিখতে হবে আপনার ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে পাঠাতে হবে ১৪৪২২ নম্বরে।
KYM~15 Digit IMEI>>>>>14422
ফিরতি এস এম এস এ আপনি আপনার ফোনের সকল তথ্য পেয়ে যাবেন।
২।অনলাইনের মাধ্যমে ফোনের সকল তথ্য চেক করা-
প্রথমেই আপনাকে অনলাইন এ আপনার ফোন সম্পর্কে জানতে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফোনের সকল প্রকার তথ্য জেনে নিতে পারবেন।এর সাথে আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার হারানো মোবাইলটি খুঁজেও পেতে পারেন।তো প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।মোবাইল সম্পর্কে
তারপর IMEI বসানোর ঘরে আপনার মোবাইলের ১৫ সংখ্যার IMEI নম্বরটি দিন।ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন।তারপর চেক বাটন এ ক্লিক করুন।
তারপর আপনি আপনার ফোনের সকল ইনফরমেশন দেখতে পারবেন।সেখানে আপনার মোবাইলের A-Z খুঁটিনাটি পেয়ে যাবেন।
তো এভাবে আমরা আমাদের ফোনের সকল তথ্য মুহূর্তেই বের করে ফেলতে পারি।পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
I pay a visit day-to-day some blogs and websites to
read posts, however this website provides quality based writing.
Very good write-up. I definitely love this website. Keep it up!
Thanks , I’ve recently been looking for info approximately this topic for ages and yours is the best
I have discovered till now. However, what in regards to
the conclusion? Are you sure about the supply?