তারকা ফুটবলার সাদিও মানে এর জীবন কাহিনী
হাজার কোটি টাকার মালিক হাতে তার ভাঙ্গা মোবাইল
সম্মানিত,আসসালামুয়ালাইকুম।আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বর্তমান বিশ্বে এক অনন্য ফুটবল তারকা সাদিও মানে সম্পর্কে।
সাদিও মানে ১৯৯২ সালের ১০ এপ্রিল সেনেগালের বামবালি তে জন্মগ্রহণ করে।তখনকার যুগে তার পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। অর্থ দিয়ে তাকে বিদ্যালয় পাঠানো তার পরিবারের কাছে খুবই কষ্টকর হয়ে ওঠে। অনেকগুলো ভাইবোন থাকায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার চাচার কাছে।সাদিয়া মনের বাবা ছিলেন একজন মসজিদের ইমাম।সাদিও মানের পরিবার থেকে চেয়েছিল সে কোন তার ধর্মীয় পেশায় নিয়োজিত থাকুক।কিন্তু সাদি ওমানের ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি প্রবল আগ্রহ রয়েছিল।
ছোটবেলা থেকে ফুটবলের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও সাদিও মানে পারিবারিক কারণে ফুটবলের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। পরিবার থেকে কেউই চাননি সাদিও একজন ফুটবলার হোক। টুর্নামেন্টের আয়োজন করে সাদিও মানে অনেক টুর্নামেন্টের ফুটবল খেলায় অংশ নেয়। তার ফুটবল খেলায় পরবর্তীতে তার পরিবার অধিক আগ্রহ দেখে তার ফুটবল খেলায় সহায়তা করবে বলে সিদ্ধান্ত নেয়।তার অধিক আগ্রহ দেখে তার পরিবার অনেক কষ্টে টাকা জোগাড় করে তাকে শহরে পাঠায়। শহরে কেউই তার পরিচিত ছিল না।সে তার ইচ্ছার কথা শহরের সকলকে জানায়।এর ফলে শহরের সকলে তাকে সাহায্য করার জন্য রাজি হয়।পরবর্তীতে সেনেগালের একটি একাডেমিক খেলায় অংশগ্রহণের সুযোগ হয় সাদিও মানের।সেনেগালের রাজধানী ডেকারে অনুষ্ঠিত সেই খেলায় ফরাসি ফুটবল ক্লাব এর কয়েক জন স্কাউট ও উপস্থিত ছিলে। সেই খেলায় পরপর চারটি গোল করে ফরাসি স্কাউটদের বিস্মিত করে সাদিও।শেষ সময় মাত্র ১৬ বছর বয়সে স্কাউট এ ফুটবলার হিসেবে স্বাক্ষর করেন তিনি।পরবর্তীতে ২০১২ সালে ২০ বছর বয়সে তিনি অস্ট্রিয়ার রেড বুলে যোগদান করেন। এতে তিনি অস্ট্রিয়ান শিরোপা জেতেন, এর পাশাপাশি তিনি ঘরোয়া লিগের দুটি কাপ জিতে নেন।এতে করে তার ফুটবল জগতে প্রবেশ করা অনেক সহজ হয়।ধীরে ধীরে সাদিও বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে থাকে।বিশ্বের কাছে পরিচিতি লাভ করার ফলে সাদিও ফুটবলের মাঝে তার জায়গা ধরে নেয়।
বর্তমানে সাদিও মানের বয়স 30 বছর। সাদিও মানের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। 2012 সালে মানে সেনেগাল অনূর্ধ্ব 23 বয়স ভিত্তিক দলের হিসেবে অভিষেক করেন। সাদিও মানের ছোটবেলায় তার পরিবার থেকে বাধা প্রদান করা সত্ত্বেও তিনি ফুটবলকে পেশা হিসেবে নেন । সাদিও মানে 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের জন্য সেনেগালের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়।সাদিও 7.8 মিলিয়ন বেতন পান।এত কোটি কোটি টাকা বেতন পাওয়ার পরেও তিনি সেই টাকাগুলো অসহায়দের পিছনে ব্যয় করেন।তিনি চাইলেই বিলাসবহুল জীবনযাপন করতে পারেন।তার কাছে পর্যাপ্ত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তিনি তা নিজের প্রয়োজনে ব্যবহার না করে সেই অর্থ সম্পদ দান করে দিচ্ছেন।
বর্তমান সময়ে তিনি এক অনন্য খ্যাতি লাভ করে নিয়েছেন ।